শিগগিরই বাজারে নতুন ফ্লিপ ফোন আনবে চীনের প্রযুক্তি কোম্পানি অনর। ফোনটিতে বড় ডিসপ্লে এবং উচ্চ ব্যাটারি সক্ষমতাসহ বেশকিছু ফিচার থাকবে বলে জানা গেছে।
টিপস্টার জিডিটাল চ্যাট স্টেশনের বরাত দিয়ে গিজমোচায়না জানিয়েছে, চলতি মাসেই অনরের নতুন স্মার্টফোনটি বাজারে আসতে পারে। সেই সঙ্গে এটি অনরের অন্যতম আকর্ষণীয় একটি সিরিজ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদনে আরো বলা হয়, আসন্ন ফোনটি হতে যাচ্ছে একটি ফ্লিপ ফোন।
পেটেন্ট ফাইলিংয়ের ছবিগুলোয় দেখা যায়, বাজারের অন্যান্য ফ্লিপ ফোনের তুলনায় অনর ফোনের পেছনের ক্যামেরা সিস্টেম খুব কম জায়গা নিয়েছে। ছবিতে আরো দেখা যায়, গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোনের তুলনায় ফোনটির বেজেল উল্লেখযোগ্য পরিমাণ পাতলা।
প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির সরবরাহ চেইন বর্তমানে একটি ক্ল্যামশেল ফোল্ডেবল ডিভাইসে সবচেয়ে বড় ডিসপ্লে ব্যবহারের সুবিধা নিশ্চিতে কাজ করছে।