দেশের বিভিন্ন সরকারি ওয়েবসাইট বন্ধ রয়েছে। ব্যবহারকারীরা এসব ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না বলে জানা গেছে।
ওয়েবসাইটে বিষয়গুলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের এস্পায়ার টু ইনোভেট (এটুআই) দেখভাল করে উল্লেখ করে আইসিটি সচিব সামসুল আরেফিন জানান, ওয়েবসাইটগুলো পুনরায় সচল করতে কাজ চলছে। যদিও এটুআই এর দাবি, রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ রয়েছে ওয়েবসাইটগুলো।
মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে না পারার অভিযোগ আসতে থাকে ব্যবহারকারীদের পক্ষ থেকে। কালবেলার পক্ষ থেকেও বিভিন্ন সরকারি ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করে বিষয়টির সত্যতা পাওয়া যায়। খোদ আইসিটি বিভাগ, আইসিটি অধিদপ্তর, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর ওয়েবসাইট অচল। এসব ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।
জানা যায়, দেশের সরকারি ওয়েবসাইটগুলো ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের সাথে যুক্ত। বিষয়টির কারিগরি দিকগুলো দেখভাল করে এটুআই। তবে এটুআই এর নিজস্ব ওয়েবসাইটই ফ্রেমওয়ার্কের সঙ্গে যুক্ত না। ফলে প্রায় সবগুলো সরকারি ওয়েবসাইট অচল থাকলেও, সচল রয়েছে এটুআই এর ওয়েবসাইট।
এটুআই এর কমিউনিকেশন্স কনসালটেন্ট আদনান ফয়সাল মঙ্গলবার বিকেলে বলেন, ওয়েবসাইটগুলোর মেইনটেন্যান্স (রক্ষণাবেক্ষণ) এর কাজ চলছে। দ্রুতই সচল হয়ে যাবে।
পাশাপাশি আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন বলেন, ওয়েবসাইটগুলোতে কিছু সাইবার অ্যাটাক হয়েছিল। সব ঠিকঠাক করে দ্রুত সেগুলো সচল করতে কাজ চলছে। আরেকটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে কালবেলাকে বলেন, সরকারি ওয়েবসাইটগুলো থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, বাণী এবং এ ধরনের অন্যান্য কনটেন্ট সরানো হচ্ছে। সেগুলো সরিয়ে দ্রুত ওয়েবসাইট সচল করা হবে।
এটুআই এর প্রকল্প পরিচালক ও প্রধান নির্বাহী মামুনুর রশিদ ভূঁইয়া অন্যান্য দাবি অস্বীকার করে ওয়েবসাইট বন্ধের কারণ ব্যাখ্যা করে বলেন, সরকারি ওয়েবসাইটগুলো থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, বাণী এবং এ ধরনের অন্যান্য কনটেন্ট সরানো হচ্ছে। এগুলো দীর্ঘদিনের অনেক কনটেন্ট যা সরাতে প্রচুর সময় লাগে। এগুলো এখনো ওয়েবসাইটে থাকলে সেটাও ভালো দেখায় না। সেগুলো সরিয়ে দ্রুত ওয়েবসাইট সচল করা হবে।