চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ায় গুগলের অ্যাপ হুয়াওয়ের ফোনে চলবে না এবং গুগলের অ্যান্ড্রয়েড ওএস ব্যবহার করতে পারবে না। তবে কয়েক বছর ধরেই হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম নিয়ে কথা হচ্ছে। অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে ওই ওএস তৈরি করছে হুয়াওয়ে।
গত ২৪মে তারিখে ইউরোপিয়ান ইউনিয়ন অফিস ফর ইনটেলেকচ্যুয়াল প্রোপার্টি (ইইউআইপিও) এর কাছে একাধিক ট্রেডমার্ক এর জন্য আবেদন করে হুয়াওয়ে । এবং তারা জানিয়েছে খুব শীঘ্রই তাদের নতুন অপারেটিং সিস্টেম উন্মোচন করতে চলেছে ।
ইইউআইপিও এর কাছে যে সকল ট্রেডমার্ক এর জন্য আবেদন করেছে হুয়াওয়ে তার মধ্য রয়েছে ‘হুয়াওয়ে আর্ক ওএস,’ ‘হুয়াওয়ে আর্ক,’ ‘আর্ক,’ এবং ‘আর্ক ওএস’ এর নাম । তবে হুয়াওয়ে এই নামটি কখনও ব্যবহার করবে কিনা তা নিশ্চিত নয় ।
হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেমে কি কি ফিচার থাকবে তা এখন সঠিক ভাবে জানা যায়নি । তবে জানা গেছে হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেমটি সব ধরনের ডিভাইসে কাজ করবে এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলিকে সমর্থন করবে ।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ এক প্রতিবেদনে জানিয়েছে, হুয়াওয়ের নতুন ওএস অ্যান্ড্রয়েড অ্যাপ ও ওয়েব অ্যাপ সমর্থন করবে। হুয়াওয়ের ওএসে অ্যান্ড্রয়েড ওএস ৬০ শতাংশ বেশি দ্রুতগতিতে কাজ করবে।