১০ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট এখন ৫০০ টাকায়
ব্রডব্যান্ডে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজে ১০ এমবিপিএস গতির সেবা পাবেন গ্রাহকরা। আগে গতি ছিল ৫ এমবিপিএস।
শনিবার (১৯ এপ্রিল) থেকেই তা কার্যকর হবে।
শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটরিয়ামে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ-টিআরএনবি আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা জানান আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক।
তিনি বলেন, ৫০০ টাকায় আজ থেকে ৫ এমবিপিএসের পরিবর্তে ১০ এমবিপিএস দেওয়া হবে। আমাদের সাপোর্ট দিলে আমরা ২০ এমবিপিএস দিতে পারবো।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, আইএসপি এসোসিয়েশন গুলোর প্রতিশ্রুতি মতে এখন থেকে পাঁচশ’ টাকার ইন্টারনেট প্যাকেজে ১০ এমবিপিএস গতির সেবা পাবেন গ্রাহকরা। এর মাধ্যমে পাঁচ এমবিপিএস এর নিম্ন গতিকে ব্রডব্যান্ড এর স্বীকৃতি বাতিলের পথ সুগম হলো।
তিনি বলেন, আমরা চাই অতি দ্রুতই সর্বনিম্ন গতি হিসাবে ২০ এমবিপিএস এর নিশ্চয়তা দেয়া হবে। এজন্য ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোভাইডারদের একটিভ শেয়ারিংসহ প্রয়োজনীয় পলিসি সাপোর্ট দিতে পলিসিগত সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে।
গোল টেবিল বৈঠকে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীসহ মোবাইল অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।