দেশের টেলিযোগাযোগ খাতে যুগান্তকারী সংস্কার আনতে যাচ্ছে বিটিআরসি। নেটওয়ার্ক ও লাইসেন্সিং কাঠামো ঢেলে সাজাতে তিনটি মূল লাইসেন্স ক্যাটাগরি নির্ধারণসহ প্রযুক্তি-নিরপেক্ষ নীতিমালা প্রণয়ন করেছে সংস্থাটি। এতে একই লাইসেন্সে ভয়েস, ডেটা, ইন্টারনেট, ভ্যালু অ্যাডেড সার্ভিস ও ওটিটি ডিজিটাল সার্ভিস দেওয়ার সুযোগ থাকছে।
মঙ্গলবার ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং কাঠামো সংস্কার নীতিমালা ২০২৫’-এর খসড়া প্রকাশ করে বিটিআরসি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, নতুন কাঠামো অনুমোদনের তারিখ থেকেই তা কার্যকর হবে।
লাইসেন্স কমে তিনটি
খসড়া নীতিমালায় প্রস্তাব করা হয়েছে তিনটি মূল লাইসেন্স ক্যাটাগরি:
-
অ্যাকসেস নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার (এএনএসপি) – মোবাইল ও ফিক্সড অপারেটরের জন্য
-
ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার (এনআইসিএসপি) – ফাইবার, টাওয়ার ও ব্যাকহল
-
ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার (আইসিএসপি) – আন্তর্জাতিক ভয়েস ও ডেটা সংযোগের জন্য
এছাড়া স্থানীয় পর্যায়ের জন্য থাকছে দুটি এনলিস্টমেন্ট ক্যাটাগরি – স্মল আইএসপি ও স্মল টেলিকম সার্ভিস।
বিদেশি বিনিয়োগ আকর্ষণে এনআইসিএসপি লাইসেন্সে সর্বোচ্চ ৭০% এবং আইসিএসপি লাইসেন্সে ৪৯% পর্যন্ত বিদেশি মালিকানা অনুমোদন দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
তিন ধাপে বাস্তবায়ন
নীতিমালা বাস্তবায়ন হবে তিন ধাপে: ১. প্রথম ধাপ: নীতিগত ও আইনগত পরিবর্তন, লাইসেন্সধারীদের মধ্যে সংহতি
২. দ্বিতীয় ধাপ: নতুন লাইসেন্স ক্যাটাগরির গাইডলাইন চালু ও পুরনো লাইসেন্স রূপান্তর
৩. তৃতীয় ধাপ (২০২৭ সাল থেকে): সব বিদ্যমান লাইসেন্সধারীকে নতুন কাঠামোয় স্থানান্তর
বাজারে বাড়বে প্রতিযোগিতা
বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী জানান, নতুন কাঠামো কার্যকর হলে আইসিএক্স, আইআইজি ও আইজিডব্লিউ লাইসেন্স মেয়াদ শেষে বাতিল হবে। এর ফলে অপারেটরদের মধ্যে সরাসরি সংযোগের সুযোগ তৈরি হবে। এতে সেবার মান বাড়বে এবং খরচ কমবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব যুগান্তরকে বলেন, “নতুন লাইসেন্সিং কাঠামো কার্যকর হলে উদ্ভাবন, সেবা উন্নয়ন ও আন্তর্জাতিক বিনিয়োগে উৎসাহ আসবে।”
মতামতের সুযোগ
নীতিমালার খসড়া নিয়ে মতামত পাঠানোর সুযোগ রয়েছে ৩০ এপ্রিল পর্যন্ত। ইমেইলের পাশাপাশি ডাকযোগেও মতামত পাঠানো যাবে কমিশনার (ইএন্ডও), বিটিআরসি, আগারগাঁও ঠিকানায়। অনলাইনে খসড়ার অনুলিপিও পাওয়া যাবে।