ভার্চুয়াল র্যাম নামে যে প্রচারণার সরগরম চলছে দেশের মোবাইল বাজারে তা নিয়ে বেশ সমালোচনা চলছে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে। দেশে ও দেশের বাইরের বাজার বিশ্লেষণ করে দেখা গেছে ভার্চুয়াল র্যাম নামের এই ফিচার শুধু বাংলাদেশ ভারতসহ কয়েকটি দেশে ব্যবহারকারীরা পেয়ে থাকেন আর ইউরোপ বা আমেরিকার ব্যবহারকারীরা এই ফিচার পাচ্ছেন না ।
র্যাম আমাদের ফোনগুলোকে ফাস্ট করে এবং অনেকেই এই কারণে ফোনগুলোকে ফাস্ট করতে এক্সট্রা টাকা খরচ করে ভার্চুয়াল র্যামের ফোনগুলো কিনছেন। আসলেও কি আমরা লাভবান হচ্ছি?
স্মাটফোন বিশেষজ্ঞরা বলছেন, স্টোরেজ যতবেশি ফাস্টই হোক না কেন তা কখনোই ফিজিক্যাল র্যামের মত পারফমেন্স দিতে পারবে না । ফোনের ভার্চুয়াল র্যাম কে কখনোই ফিজিক্যাল র্যামের মত ব্যবহার করতে পারবেন না । ফোনের ভার্চুয়াল র্যাম ব্যবহারের অনেক সীমাবদ্ধতা আছে । গেম বা কোন কাজের পারফরমেন্স ইমপ্রুভমেন্ট উদ্ভট কল্পনা বর্তমান সময়ে। ফিজিক্যাল র্যাম পুরো ফুল হয়ে গেলে, সেই ক্ষেত্রে সিস্টেম যেন ক্রাশ না করে তাই একটা স্লো সেকেন্ডারি মেমোরি দিয়ে কোনো রকম ব্যাকাপ দেওয়া আর কি।
বাজার বিশ্লেষকদের মতে, ভার্চুয়াল র্যাম বিপনন প্রচারণার কৌশল মাত্র। নিম্ন আয়ের বা উন্নয়নশীল দেশের মানুষদের ঠকাতে এই ভার্চুয়াল র্যাম বিপনন প্রচারণা হিসেবে নিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো ।
জানা যায়, স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো এশিয়ার বাজার ছাড়াও ইউরোপ আমেরিকার বাজারেও বেশ কিছু দিন ধরে ব্যবসা করে আসছে। ভিভো ভি২৩ই ফোনে তারা দেশের বাজারে ভার্চুয়াল র্যাম বিপনন প্রচারণা হিসেবে ব্যবহার করে চলেছে কিন্তু এই ফোনটি ইউরোপ-আমেরিকার বাজারে ভার্চুয়াল র্যাম বিপনন প্রচারণা হিসেবে ব্যবহার করেনা।
জিবরান নামে একজন মোবইলফোন ব্যবহারকারি জানান, বর্তমানে এশিয়ান মোবাইল ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো সেল বাড়াতে নানারকম প্রতারণার আশ্রয় নিচ্ছে। বিশেষকরে চায়নিজ কোম্পানিগুলো এই রাস্তায় সবচেয়ে এগিয়ে। কখনো ক্যামেরা কখনো র্যাম কিংবা কখনো প্রসেসর পারফরমেন্স নিয়ে।
দেশের শীর্ষ এক মোবাইল ফোন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বলেন, মেমোরি ফিউশন (ভার্চুয়াল র্যাম) পুরো শতভাগ কার্যকরী সেটা বলছি না আর মেমোরি ফিউশন এটি নতুন কিছু নয়। গ্রাহক চাইলে মেমোরি ফিউশন সেগমেন্টের ফোন কিনবে না চাইলে কিনবে না।
আমেরিকা প্রবাসি আরিফুল ইসলাম জানান, বাংলাদেশে ভার্চুয়াল র্যাম নিয়ে যে হিড়িক চলছে তা আমেরিকাতে দেখি না । এই র্যাম শুধু বাংলাদেশে মানুষের জন্য কিনা আমার জানি না । ভার্চুয়াল র্যাম কোন নতুন প্রযুক্তি না । ভার্চুয়াল র্যামের জন্য বেশি টাকা নেওয়ার কোন কারন দেখছিনা ।