রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিগাবাইট এর ৩টি মডেলের গেমিং ল্যাপটপ উন্মোচন করা হয়েছে। ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো ২০১৯ চলাকালীন গত ১৬ অক্টোবর স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর প্যাভিলিয়নে গিগাবাইট ল্যাপটপ উন্মোচনের এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এবং গিগাবাইট এর কান্ট্রি ম্যানেজার খাজা মো: আনাস খান।
গিগাবাইট এর নতুন তিনটি ল্যাপটপ এর মডেল হলো- এরো ১৫ ভিএ ক্লাসিক, নিউ এরো ১৫ ডব্লিউএ এবং নিউ এরো ১৫-এসএ।
এরো ১৫ ভিএ ক্লাসিক:
ইন্টেল কোর আই সেভেন ৯৭৫০এইচ মডেলের প্রসেসর, জিটিএক্স ১৬৬০টিআই জিডিডিআর৬ ৬ জিবি গ্রাফিক্স কার্ড, ১৬ জিবি র্যাম, ৫১২ জিবি এসএসডি এবং ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে। মূল্য: ১৭৭৫০০ টাকা।
নিউ এরো ১৫ ডব্লিউএ:
এই ল্যাপটপটিতে থাকছে ইন্টেল কোর আই সেভেন ৯৭৫০এইচ ওএলইডি ইউএইচডি প্রসেসর, আরটিএক্স ২০৬০ জিডিডিআর৬ ৬জি গ্রাফিক্স কার্ড, ১৬ জিবি র্যাম, ৫১২ জিবি এসএসডি এবং ১ টেরাবাইট হার্ডড্রাইভ। মূল্য: ১৯৭,৫০০ টাকা।
নিউ এরো ১৫-এসএ:
এই ল্যাপটপটিতে থাকছে ইন্টেল কোর আই সেভেন ৯৭৫০এইচ ওএলইডি ইউএইচডি প্রসেসর, আরটিএক্স ২০৬০ জিডিডিআর৬ ৬জি গ্রাফিক্স কার্ড, ১৬ জিবি র্যাম, ২৫৬ জিবি এসএসডি এবং ১ টেরাবাইট হার্ডড্রাইভ। মূল্য: ১৭২,০০০ টাকা।
গিগাবাইট গেমিং ল্যাপটপ এর অনুমোদিত পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: প্রত্যেকটি ল্যাপটপে ২ বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে।