বর্তমান বাংলাদেশের তাঁত শিল্পের বিখ্যাত হচ্ছে ঢাকা বিভাগে অবস্থিত টাঙ্গাইল জেলা। পাইকারি বিক্রেতার পাশাপাশি বর্তমানে অনলাইনেও টাঙ্গাইলের পণ্য বেশ পরিচিতি পেয়েছে। ই-কমার্সে টাঙ্গাইলের তাঁত পণ্যের প্রচুর সম্ভাবনা রয়েছে । আর তাঁত পণ্য মানেই টাঙ্গাইলের তাঁতের শাড়ী ও পোশাক। তাঁত ছাড়াও ই-কমার্সে প্রচুর টাঙ্গাইলের পণ্যের সম্ভাবনাময় রয়েছে।
- ই-কমার্সে সম্ভাবনাময় জেলা টাংগাইল।
- টাংগাইল জেলার ই-কমার্স ও উদ্যোক্তাদের করণীয়।
- সম্ভাবনাময় টাংগাইল এর মধুপুর এর আনারস।
- টাঙ্গাইল এর সম্ভাবনাময় ই-কমার্স পণ্য হতে পারে গম।
- টাঙ্গাইল এর ই-কমার্স এ সম্ভাবনাময় পণ্য পাটশিল্প।
- টাঙ্গাইল এর সব জমিদারবাড়ি গুলো হতে পারে অন্যতম পর্যটন কেন্দ্র।
- ঘানিতে ভাংগা সরিষার তেল হতে পারে ই-কমার্স এর অনেক বড় সম্ভাবনাময় সেক্টর।
- ড্রাগন ফ্রুটস হতে পারে টাংগাইল এর অন্যতম সম্ভাবনাময় সেক্টর।
- টাঙ্গাইল এর ঐতিহ্যবাহী মসজিদগুলো।
- টাঙ্গাইল এর রাবারশিল্প হয়ে উঠতে পারে অন্যতম সম্ভাবনাময় সেক্টর।
- টাঙ্গাইল এ সূর্যমুখী বীজ এর তেল এর রয়েছে অপার সম্ভাবনা।
- টাঙ্গাইল এর কফি হতে পারে অন্যতম অর্থকারী ফসল।
- টাঙ্গাইল এর সকল হাটগুলো।
- মধুপুরের গারো সম্প্রদায় এর কৃষিপণ্যগুলোর সম্ভাবনা তৈরি হতে পারে ই-কমার্সে।
- টাঙ্গাইল এর শীতলপাটি হতে পারে ই-কমার্স এর অন্যতম একটি সম্ভাবনা।
- চমচম, টমটম আর শাড়ি – এই তিনে মিলে টাঙ্গাইলের বাড়ি।
- বাঁশ ও বেত এর পণ্যের জন্য সম্ভাবনাময় জেলা টাঙ্গাইল।
- টাঙ্গাইল এ ই-কমার্স এর সম্ভাবনাময় পণ্য আঁখ ও আঁখের গুড়।
- সখ না প্রয়োজনই ছিলো উদ্যোগ শুরুর কারণ।
- টাঙ্গাইল ই-কমার্স সেক্টর অবদান রাখতে পারে বিদেশী ফল।
- টাঙ্গাইল জেলার মুড়ি হতে পারে অন্যতম ই-কমার্স সেক্টর।