শুরুতে পোকো এফ১ ফোনে পৌঁছালেও এবার মিড রেঞ্জ ফোনেও গেম টার্বো মোড পাঠাতে শুরু করেছে শাওমি। এবার রেডমি নোট ৭ প্রো ফোনে এই ফিচার পৌঁছাল। কোম্পানি জানিয়েছে এমআইইউআই আপডেটের মাধ্যমে রেডমি নোট ৭ প্রো ফোনে নতুন এই গেমিং মোড পৌঁছাবে। আপাতত চীনে এই আপডেট পাঠালেও শিঘ্রই সকল রেডমি নোট ৭ প্রো ফোনে এই আপডেট পৌঁছে যাবে।
চীনে এক সোশ্যাল মিডিয়া পোস্টে শাওমি জানিয়েছে ওটিএ আপডেটের মাধ্যমে রেডমি নোট ৭ প্রো ফোনে গেম টার্বো আপডেট পৌঁছাবে। এছাড়াও এই আপডেটে টাচ সেনসিটিভিটি আর ব্রাইটনেসে উন্নতি হবে।
রেডমি নোট ৭ প্রো তে আছে একটি ৬.৩ ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট, ৬ জিবি পর্যন্ত র্যাম আর ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য রেডমি নোট ৭ প্রো তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে শাওমি। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।
অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরেই রেডমি নোট ৭ প্রো ফোনে চলবে কোম্পানির নিজস্ব এমআইইউআই ১০ স্কিন। থাকছে একটি ৪,০০০ এমএএইচ ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।