সিমলেক্স ভিপিএন, একটি বাংলাদেশি ডেভেলপড ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন), সম্প্রতি BASIS আয়োজিত Soft Expo ২০২৩ এবং ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২৩ মেলায় অংশগ্রহণ করে । বাংলাদেশি VPN এর খোঁজে যে সকল দর্শনার্থী কৌতূহলী ছিলেন, তাদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পায় Symlex VPN । এই প্রতিষ্ঠান এর সফলতার পেছনে Symlex VPN এর সাশ্রয়ী মূল্য, সন্তোষজনক সার্ভিস এবং গ্রাহকের প্রতি অসামান্য প্রতিশ্রুতিই দায়ী ।
ইন্টারনেট নির্ভরশীল এই আধুনিক যুগে যে সকল ব্যাবহারকারী নিজের গোপনীয়তা এবং ডাটা রক্ষ্যা করতে চান , তাদের জন্য Symlex VPN একটি অপরিহার্য এপ। ৩ লক্ষ পেইড সাবসক্রাইবার এবং গ্রাহক নিয়ে Symlex VPN এখন ৯০ টি দেশ জুড়ে কাজ করছে নিরাপত্তার লক্ষ্যমাত্রা নিয়ে। কোম্পানির প্রতিষ্ঠাতা, এস এম নাজমুল হাসান, বাংলাদেশে নিরাপদ এবং সাশ্রয়ী মূল্যের ভিপিএন পরিষেবার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে ২০১৯ সালে Symlex VPN প্রতিষ্ঠা করেন।
Symlex VPN এর গ্রাহকদের প্রতি অবিরল প্রতিশ্রুতি এটিকে অন্যান্য VPN প্রদানকারীদের থেকে আলাদা করে। কোম্পানিটি 24/7 কাস্টোমার সার্ভিস প্রদান করে এবং তাদের সাপোর্ট ইঞ্জিনিয়ারদের একটি দল রয়েছে যারা গ্রাহকদের যেকোনো সমস্যায় তাদের সহায়তা করতে এগিয়ে আসেন। এছারাও, Symlex VPN নিয়মিতভাবে নিজস্ব সার্ভিস উন্নত করতে নতুন নতুন সার্ভিস প্রদান করে, যেমন এটির ডেডিকেটেড IP এড্রেস সার্ভিস ।
সম্প্রতি BASIS ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০২২-এ “Business Security” বিভাগে চ্যাম্পিয়ন পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার এবং প্রশংসা অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি । সিমলেক্স ভিপিএন হলো কল্পলোক লিমিটেডের একটি প্রোডাক্ট এবং কল্পলোক লিমিটেড সম্প্রতি আইএসও (ISO) সার্টিফিকেট অর্জন করেছে যা তাদের কাজের কোয়ালিটি প্রতিনিয়ত উন্নত করতে প্রতিশ্রুত রাখবে।
সিমলেক্স ভিপিএন ২০২২ সালে প্রায় ২ লক্ষ ডলার (২ কোটি টাকা) বহির্বিশ্ব থেকে রেমিটেন্স এনেছেন এবং তারা আশা করছে যে এই বছর তারা ৫ লক্ষ ডলার (৫ কোটি টাকা) রেমিটেন্স নিয়ে এসে দেশের এই ডলার সংকটকালীন সময়ে বিশেষ ভুমিকা রাখবে।