দীর্ঘ সময় ধরে হোয়াটসঅ্যাপের গাঢ় সবুজ ইন্টারফেস দেখে একঘেয়ে বোধ করছেন ব্যবহারকারীরা। তাই ব্যবহারকারীদের সুবিধার জন্য চিরচেনা সেই ইন্টারফেস পরিবর্তন করছে জনপ্রিয় অনলাইন ম্যাসেজিং প্ল্যাটফর্মটি। নতুন ডিজাইন অনুযায়ী, ওপরের বারটির রং পরিবর্তন হয়ে সাদা করা হবে। বাকি বিষয়গুলো দেখাবে সবুজ রঙের।
ডব্লিউএবেটাইনফো’র বরাত দিয়ে জানা গেছে, এরই মধ্যে অ্যানড্রয়েড বেটা ভার্সন ২.২৩.১৮.১৮-এ এই নতুন ডিজাইনটি পরীক্ষামূলক চালু হয়েছে। গুগল প্লে বিটা প্রোগ্রামে এই ডিজাইনটি পাওয়া যাচ্ছে।
সম্প্রতি প্রকাশ্যে আসা হোয়াটসঅ্যাপের নতুন ডিজাইনের স্ক্রিনশটটিতে দেখা যাচ্ছে, ওপরের বারটির রং হয়ে গেছে সাদা। আবার নেভিগেশন বারটি জায়গা পেয়েছে অ্যাপের নিচের দিকে। মনে করা হচ্ছে, গুগলের নতুন মেটেরিয়াল ডিজাইনের গাইডলাইনকে মাথায় রেখেই এই পরিবর্তন করা হচ্ছে।
সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার আগে ইন্টারফেসে আরও কিছু পরিবর্তন আনা হতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে সবার জন্য এটি কবে উন্মুক্ত হবে, তা এখনও স্পষ্ট করে বলা হয়নি।